চাঁচল

হজ যাত্রীদের টিকা করণ কর্মসূচী

 

চলতি বছরের জুন মাসে মক্কায় পালিত হবে পবিত্র হজ। ফি বছরের মতো এবারও হজ-যাত্রীদের টিকা করণ শুরু হয়েছে চাঁচল মহকুমায়। মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে শনিবার চাঁচল সুপার স্পেশালটি হাসপাতালে টিকা করণ শিবিরের আয়োজন করা হয়।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর মহকুমা এলাকার মোট ২২১ জন হজ-যাত্রী রয়েছে।
গতবছরের সংখ্যায় এবছর অনেকটাই কমে গিয়েছে। এদিন টিকা-করণ শিবির পরিদর্শন ও হজ-যাত্রীদের শুভেচ্ছা জানাতে যান রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চাঁচলের ফিল্ড সুপারভাইজার শেখ আফসার আলি ও চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন। চাঁচল সুপার স্পেশালটি হাসপাতালের সুপার ইনচার্জ ডাঃ মোহাম্মদ সামিম বলেন, সুষ্ঠ পরিবেশের মাধ্যমে টিকা প্রয়োগ করা হচ্ছে। কারও পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ পাওয়া যায়নি।